আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। অন্তিম মুহূর্তে গোল করে দলটির এই জয়ের নায়ক বনে গেছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

বিজ্ঞাপন

মানে গারিঞ্চা স্টেডিয়ামে বল দখল ও আক্রমণে নেতৃত্ব দেয় ব্রাজিল। এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা৷ ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে ব্রাজিল শিবিরে উৎসবের উপলক্ষ্য এনে দেন চলতি ক্লাব মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা তারকা ফরওয়ার্ড রাফিনহা। তার আগে কলম্বিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন ভিনিসিয়াস।

৪১ মিনিটে গোলটার শোধ দেয় কলম্বিয়া। সফরকারীদের হয়ে স্কোরশিটে নাম লিখান লুইস দিয়াস। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। যোগ করা সময়ের খেলাও প্রায় শেষের পথে ছিল। এমতাবস্থায় ব্রাজিলের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিয়াস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন এই তারকা ফুটবলার। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা।

এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে লিওনেল মেসিদের সংগ্রহ ২৫ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন