রিয়ালকে বার্সা মিডফিল্ডারের আগাম ‘হুমকি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫: ৪৬
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫: ৫৩

গত মৌসুমে বার্সেলোনার কাছে কোনো রকম পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি ৪ ম্যাচের সবকটিতেই হেরেছে মাদ্রিদের ক্লাবটি। আসন্ন মৌসুমকে সামনে রেখেও চিরপ্রতিদ্বন্দ্বীদের আগাম হুমকি দিয়ে রাখলেন বার্সার তরুণ মিডফিল্ডার গাভি।

২০২৪-২৫ মৌসুমে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের শিরোপা জেতে বার্সা। এছাড়া স্প্যানিশ লা লিগার দুই লেগেও জায়ান্টদের হারায় হান্সি ফ্লিকের শিষ্যরা। এর আগে কখনও এক মৌসুমে সবকটি ম্যাচে রিয়ালকে হারাতে পারেনি বার্সা।

বিজ্ঞাপন

বিরতি শেষে আরো একটি মৌসুম শুরুর অপেক্ষায় ইউরোপিয়ান ক্লাবগুলো। নতুন মৌসুম শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে বার্সা। গত মৌসুমে তিনটি শিরোপা জয়ী দলটি সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর- তেমনটাই জানিয়েছেন গাভি।

এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি বলেন, ‘আসন্ন মৌসুমে রিয়াল মাদ্রিদে আমাদের কথা ভেবে ভীত থাকবে। ওদের বিপক্ষে এক মৌসুমে সব ম্যাচ জিতেছি আমরা। যেটা আগে কখনও হয়নি। এটাই বলে দেয় ওরা আমাদের নিয়ে কতটা ভীত থাকবে।’

রিয়াল স্কোয়াডে দারুণ কিছু ফুটবলার যুক্ত করলেও সেটা নিয়ে ভীত নন গাভি, ‘গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপাই জিততে পারেনি। অথচ আমরা দারুণ ফুটবল খেলেছি। এবার দলবদলে ওরা বেশ কয়েকজন দারুণ ফুটবলার দলে ভিড়িয়েছে। দেখা যাক ওরা এবার কেমন খেলতে পারে। তবে আমাদের কাজটা ঠিকঠাক করতে হবে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত