প্রিমিয়ার লিগ দাবা

শিরোপা জিতল তিতাস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ মে ২০২৫, ২১: ৩০
আপডেট : ০২ মে ২০২৫, ২২: ৫১

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব। তারা ৯ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে। শুক্রবার (২ মে) নবম বা শেষ রাউন্ডের খেলায় তিতাস ৪-০ গেম পয়েন্টে হারায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে। শেষ রাউন্ডের তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে- উত্তরা ক্লাবের মো. হাসান ঈমাম, তাশরিক সায়হান শান, আয়াস আব্দুল্লাহ খাজির বিন ও মো. ফয়সাল হোসেনকে হারায়। ২০১১ হতে শুরু হওয়া লিগে তিতাস ক্লাব প্রথমবারের মতো শিরোপা জয় করল তারা। এর আগে ২০০০ সালে প্রথম লিগ শিরোপা জিতেছিল তারা। রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে এবারের লিগে ১০টি দল অংশ নেয়। বাংলাদেশ পুলিশ প্রথম বিভাগে নেমে গেছে। আর লিগে অংশ না নেওয়ায় বাংলাদেশ বিমান ও শেখ রাসেল চেস ক্লাবও প্রথম বিভাগে নেমে গেছে।

বিজ্ঞাপন

এবার তিতাস ক্লাবের পক্ষে খেলেছেন- ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন (অধিনায়ক)। অন্যদিকে, ৯ ম্যাচে ১৪ ম্যাচ পয়েন্ট অর্জন করে ম্যানহা’স ক্যাসেল ও লিওনাইন চেস ক্লাব। ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। ২৬ গেম পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে এবং ২৪ গেম পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাব তৃতীয় স্থান হয়। মানহা’স ক্যাসেলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে- ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী (অধিনায়ক), গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ভারতীয় ফিদে মাস্টার সাহিব সিং, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক। লিওনাইন চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভারসনি, রায়ন রশিদ মুগ্ধ, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কোস্তভ কুন্ডু, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ও মো. জাকারিয়া (অধিনায়ক)। নবম রাউন্ডের খেলায় মানহাস ক্যাসেল ৩-১ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে হারায়। মানহা’স ক্যাসেলের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা যথাক্রমে- দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের তাহমিদুল হক ও মোহাম্মদ শাকিলকে হারিয়েছেন। দীপালী মেমোরিয়াল চেস ক্লাবের টুটুল ধর ও সাদাত কিবরিয়া অয়ন যথাক্রমে- মানহা’স ক্যাসেলের ভারতীয় ফিদে মাস্টার সাহিব সিং ও সৈয়দ মাহফুজুর রহমানের সঙ্গে ড্র করেন। লিওনাইন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়। লিওনাইন চেস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভারসনি, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কোস্তভ কুন্ডু ও ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার যথাক্রমে বাংলাদেশ পুলিশের মো. রাজু আহমেদ, সুবাস চাকমা, মোহাম্মদ আবুল হাসেম কোয়েন ও মো. আনিসুর রহমানকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনী ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলাকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন যথাক্রমে স্পোর্টস বাংলার অয়ন রহমান, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও রুবেল হোসেনকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় স্পোর্টস বাংলার ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে ওয়াক-ওভার পান। ১০ পয়েন্ট নিয়ে স্পোর্টস বাংলা পঞ্চম স্থান লাভ করে। আট পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ষষ্ঠ স্থান লাভ করে। সাত পয়েন্ট নিয়ে দিপালী মেমোরিয়াল চেস ক্লাব সপ্তম, চার পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি অষ্টম, তিন পয়েন্ট নিয়ে খেলাঘর দাবা সংঘ নবম এবং এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দশম হয়। শেষ রাউন্ডের খেলায় জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ২.৫-১.৫ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করে। জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মো. আনিসুর রহমান ও মো. শামসুল আরেফিন যথাক্রমে খেলাঘর দাবা সংঘের মো. রাব্বী সেলিম ও শাহানূর হককে পরাজিত করেন। খেলাঘর দাবা সংঘের মো. আমিনুল ইসলাম জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মিহির লাল দাসকে পরাজিত করেন এবং খেলাঘর দাবা সংঘের আব্দুল মোমিন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মোহাম্মদ সাজিদ বিন জাহিদের সঙ্গে ড্র করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি. এর জেনারেল ম্যানেজার (অপারেশন) সাইদুল হাসান, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মোহাম্মদ রাহাত হোসেন, শামীম আকন্দ ও প্রধান বিচারক মো. হারুন অর রশিদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত