যে কারণে টিকে গেলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৬: ৫০

আগেই জানা গিয়েছিল নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ছেন। আজ রবিবার সংবাদ সম্মেলনে তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।

বিজ্ঞাপন

দায়িত্ব ছাড়া শান্ত টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাবেন না এমনটাই গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তাকে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। কেন তাকে রাখা হয়েছে সে ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন! দলকে দেখলে অভিজ্ঞতা লাগে। সৌম্য আছে লিটন আছে এরপর বিস্তর ফারাক আছে..কিছু অভিজ্ঞতা তো দলে লাগেই। এছাড়া নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কনরা আছেন। ক্রমান্বয়ে তারাও বিবেচনায় আসবেন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত