টেনিসের রোমাঞ্চ ছড়িয়ে ইউএস ওপেন শুরু আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৯: ০০

বিশ্বরেকর্ডটা যে হাতের নাগালে। দরকার আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম। তাহলেই মেজর টেনিস টুর্নামেন্টে ২৫তম ট্রফি জয়ের কীর্তিটা নিজের করে ফেলবেন নোভাক জোকোভিচ। আর মাইলফলকটা সার্বিয়ান এ তারকা গড়তে চাচ্ছেন আজ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে। নিউইয়র্কের এ আসরের ট্রফিকেই পাখির চোখ করে রেখেছেন সাবেক এ নাম্বার ওয়ান। যার প্রস্তুতির জন্য উইম্বলডনের সেমিফাইনালে জানিক সিনারের কাছে হারের পর আর কোনো টুর্নামেন্টেই খেলেননি। ফ্লাশিং মিডোস-করোনা পার্কের এই টুর্নামেন্টের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কানাডিয়ান ওপেন ও সিনসিনাটি ওপেনে খেলেননি ৩৮ বছরের এ সুপারস্টার।

বিজ্ঞাপন


জোকোভিচ অবশ্য সরাসরি কোর্টের লড়াইয়ে ফিরেছেন এই ইউএস ওপেন দিয়েই। গত মঙ্গলবার খেলেন ইউএস ওপেনের মিশ্র দ্বৈত ইভেন্টে। কিন্তু কোর্টের লড়াইয়ে টিকে ছিলেন মাত্র ৪৩ মিনিট। পার্টনার অলগা ড্যানিলোভিচকে সঙ্গে নিয়ে প্রথম রাউন্ডের বৈতরণীও পেরোতে পারেননি। বিদায় নিয়েছেন ইভেন্টটির প্রথম রাউন্ড থেকেই। এবার তার আসল লড়াই শুরুর পালা। একক ইভেন্টে শিরোপার জন্য প্রস্তুত এখন ২৪ মেজর ট্রফির মালিক। আর্থার অ্যাশে স্টেডিয়ামে সোমবার ভোরে প্রথম ম্যাচে সপ্তম বাছাই জোকোভিচ লড়বেন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ লার্নার টিয়েনের বিপক্ষে।


ইউএস ওপেনের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামতে যাচ্ছেন কার্লোস আলকারাজও। দ্বিতীয় বাছাই এ স্প্যানিশ তারকা আগামী মঙ্গলবার মুখোমুখি হবেন মার্কিন প্রতিপক্ষ রেইলি ওপেলকার। টুর্নামেন্টে মিশন শুরু করেছিলেন অবশ্য মিশ্র দ্বৈত ইভেন্ট দিয়ে। কিন্তু ব্রিটিশ তারকা এমা রাদুকানুর সঙ্গে জুটি বেঁধেও সাফল্যের মুখ দেখতে পাননি। ইভেন্টটি থেকে ছিটকে যান প্রথম রাউন্ড থেকেই। আলকারাজ তো কোর্টে নামতে পেরেছিলেন। কিন্তু মিশ্র দ্বৈত ইভেন্টে খেলার সুযোগ পাননি শীর্ষ বাছাই জানিক সিনার। চোটের জন্য কোর্টেই নামতে পারেনি ইতালির এ খেলোয়াড় ও তার পার্টনার চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা। এবার একক ইভেন্টে লড়াই করার পালা। কিন্তু ইনজুরি জ্বালিয়ে মারছে তাকে। যে কারণে নিজের শতভাগ উজাড় করে দিতে সন্দিহান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার নিজেই।


নিউ ইয়র্কের এ গ্র্যান্ড স্ল্যামে সবশেষ ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনটি ট্রফি মাথার ওপর উঁচিয়ে ধরেছিলেন এ মার্কিন কিংবদন্তি। তার মতো টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি এবার বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কার সামনে। তবে তাকে হতাশ করতে প্রস্তুত হয়ে আছেন পোলিশ তারকা ইগা শিয়াটেক। কোর্টের লড়াইয়ে থাকছেন ৪৫ বছরের মার্কিন তারকা ভেনাস উইলিয়ামসও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত