দিল্লির একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৯: ৪৯
আপডেট : ১৮ মে ২০২৫, ১৯: ৫৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার (১৮ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে আগে ব্যাট করছে ফ্রাঞ্চাইজিটি। ভারতের রাজধানী পাড়ার প্রতিনিধিদের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

পাক-ভারত সংঘাতের কারণে সাময়িকভাবে আইপিএল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের টুর্নান্টেটি মাঠে গড়ানোর ঘোষণা আসে। যদিও বেশকিছু বিদেশি আর ভারতের মাটিতে পা রাখেননি। এই তালিকায় জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক একজন। এই অজি ওপেনারের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি।

বিজ্ঞাপন

দিল্লির একাদশে জায়গা পাওয়ায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফের মাঠে নামলেন মোস্তাফিজ। শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেছেন কাটার মাস্টার। সে ম্যাচে বাংলাদেশকে জেতাতে করেছেন দুর্দান্ত বোলিং। চার ওভারে ১৭ রানে দুই উইকেট নেন মোস্তাফিজ। এবার দিল্লির হয়েও এমন পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত