চ্যাম্পিয়নস ট্রফি

ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১৪: ৩৮
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬: ০৮

গ্রুপ পর্বের পর সেমিফাইনাল পেরিয়ে এবার ফাইনালের অপেক্ষায় চ্যাম্পিয়নস ট্রফি। আসরের সেরা দল বাছাইয়ের পালা। সেই শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

বিজ্ঞাপন

অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। এ নিয়ে আইসিসির টানা তৃতীয় টুর্নামেন্টের ফাইনালে মাঠে থাকবেন ইলিংউথ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ম্যাচ পরিচালনা করে ছিলেন তিনি।

ইলিংউথ-রাইফেল এই দুই অভিজ্ঞ আম্পায়ারের ওপর আস্থা রেখেছে আইসিসি। দুজনই আইসিসি এলিট প্যানেলের সদস্য।

সেমিফাইনালেও মাঠের আম্পায়ার হিসেবে দেখা গেছে ইলিংউথ-রাইফেলকে। দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ চারের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংউথ। লাহোরে অন্য সেমি-ফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন রাইফেল।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে মোকাবিলা করবে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত