আজ শুরু হওয়া ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজে প্রথম দিনটা হতাশায় কেটেছে স্বাগতিক শাটলারদের। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সিরিজের পুরুষ ও নারী এককে জিততে পারেননি বাংলাদেশের কেউই। শুধুমাত্র কোয়ালিফিকেশন রাউন্ডে তারকা শাটলার আইমান ইবনে জামান ছিলেন ব্যতিক্রম। প্রতিপক্ষ না আসায় পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন এই শাটলার। আজ আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান ইবনে জামানরা কোর্টে নামবেন।
সকালে নারী এককে শুরুতে কোর্টে নামেন জেরিন ইকবাল মোহনা। ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। ২১-৩ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন তিনি। পুরুষ দ্বৈতে দারুণ পারফর্ম করা আকিব সুলাইমানও হতাশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের রিয়ান রঞ্জনের কাছে ২১-৮ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হেরেছেন তিনি। জিততে পারেননি মোস্তাকিম হোসেনও। মালয়েশিয়ার প্রতিযোগী কং ঝিংয়ের বিরুদ্ধে প্রথম সেট লড়াই করে হারলেও ২২-২০, পরের সেট ২১-১৫ পয়েন্টে হেরে সিরিজের পুরুষ একক থেকে বিদায় নেন মোস্তাকিম।
এদিকে নারী এককে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ভারতের নিশু মালিকের বিপক্ষে হেরেছেন। প্রথম সেট কোনো প্রতিদ্বন্দ্বীতার গড়তে না পারলেও, দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। তবে ভারতের কাছে স্মৃতি ২১-১১ ও ২১-১৯ পয়েন্টে হেরে যান। আর পুরুষ এককে লিকা পোদ্দারও হেরেছেন। ভারতের বালা রেড্ডির কাছে ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টে হেরে যান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

