নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়। জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তার পদ স্থগিত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের ন্যায় নোবিপ্রবিতেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেলেও অংশ নেয়নি ছাত্রদলের নেতৃবৃন্দ। পরবর্তীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেন তারা। তবে শিক্ষার্থীদের ঐ মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।
এরই পরিপ্রেক্ষিতে আজ ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই নেতার সদস্যপদ স্থগিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাধনের সাংগঠনিক পদ আগামী তিন (৩) মাসের জন্য স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মুহুর্তে এই বিষয়ে কিছু বলতে পারছি না।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদি ভাইকে ছাত্রদল শ্রদ্ধার সাথে লালন করেন। হাদি-হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে ক্রিয়াশীল রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে, অন্য কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন তা করেনি। কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা লংঘনের জন্য অভিযুক্তের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের কাছে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

