ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া জয়ের ম্যাচে হয়েছে বেশ ককেটি রেকর্ড। সেই রেকর্ডে এবার চোখ বোলানো যাক-
১৭৬
উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও সাইফ হাসান গড়েন ১৭৬ রানের পার্টনারশিপ। ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড এটি বাংলাদেশের। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের জুটি গড়েছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহেরাব হোসেন অপি। আর ২০১৫ সালের ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
১৪
ওয়ানডেতে এক ম্যাচে সর্বাধিক ১৪ ছক্কা হাঁকানোর রেকর্ড আগেই গড়েছিল বাংলাদেশ। সেই রেকর্ডটি গতকাল ফের স্পর্শ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
১২
রিশাদ হোসেন একাই শিকার করেছেন ১২ উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্পিনারের মধ্যে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড এটি।
১৭৯
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৯ রানে জিতেছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি।

