আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাসকিনের স্বীকারোক্তি

আমাদের মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব

স্পোর্টস রিপোর্টার
আমাদের মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব

বিপিএলের ১১তম আসরে বাইরের বিভিন্ন আলোচনা সমালোচনার মতো মাঠের পারফরম্যান্সও ভালো যাচ্ছে না দুর্বার রাজশাহীর। টানা হারে প্লে অফের দৌঁড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন, অন্যান্য দলের তুলনায় মানসম্পন্ন খেলোয়াড় কম থাকার কারণে ভুগতে হচ্ছে তাদের।

সবশেষ ম্যাচে সোমবার (২০ জানুয়ারি) চিটাগং কিংসের কাছে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে রাজশাহী। নয় ম্যাচ শেষে তিন জয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ফ্রাঞ্চাইজিটি। সেরা চারের দৌঁড়ে টিকে থাকার জন্য গ্রুপ পর্বে নিজেদের বাকি তিন ম্যাচে জিততে হবে রাজশাহীকে। সেই সঙ্গে টেবিলের চারে থাকা খুলনার অমঙ্গল কামনা করতে হবে।

বিজ্ঞাপন

চিটাগংয়ের কাছে হারের পর তাসকিন বলেন, ‘আমি কোনো খেলোয়াড়কে খাটো করতে চাই না। অন্যান্য দলের তুলনায় আমরা কিছুটা দুর্বল। আমাদের মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব আছে। দেশি খেলোয়াড়দের মধ্যে তিন-চারজন ভালো আছে। বিদেশিদের মধ্যে হারিস ও বার্ল ছাড়া আর তেমন কোনো বড় নাম নেই। দল গঠন করতে গিয়ে আসলে শুরুতেই ভুল হয়েছে। একই সঙ্গে দুই তিনটা লিগ চলায় ভালো খেলোয়াড় পাওয়া যায়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন