প্রথমবার আইসিসি ইভেন্টে জেসি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১২: ৪৩
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২১: ০০

বাংলাদেশের নারী আম্পায়ার হিসেবে অনেক রেকর্ডই সাথিরা জাকির জেসির দখলে। এই পথে আরেকটু এগিয়ে গেলেন তিনি। প্রথমবার আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিজ্ঞাপন

তার সঙ্গে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ারিং প্যানেলে থাকছেন বাংলাদেশের আরেক আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১০ জন আম্পায়ার নিয়োগ দিয়েছে আইসিসি। সেই তালিকায় বাংলাদেশ থেকে আছেন দুই জন। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে তিন জনকে নিয়োগ দিয়েছে আইসিসি।

ম্যাচ রেফারি- আলী নাকভি (পাকিস্তান), সান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)

আম্পায়ার- ব্যাবস কুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যানডাসে লে বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডাম্বানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত