আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। ছবি: বিসিবি

আগামী ১৮ জানুয়ারি থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এ টুর্নামেন্ট খেলতে আগামী ১২ জানুয়ারি নেপালের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজ প্রতিনিধিরা। এ টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে নতুন মুখ শুধু জুয়াইরিয়া ফেরদৌস। এছাড়া কাঙ্ক্ষিত সব ক্রিকেটারই আছেন স্কোয়াডে।

যথারীতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে পাঁচজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...