লড়াইয়ের আগে পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের মামলা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫: ৫৪
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬: ০০

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। আসন্ন ম্যাচে দুই দলের লড়াইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

২০২৪-২৫ মৌসুমে পিএসজি ও এমবাপ্পের সম্পর্কের শেষটা মোটেও সুখকর ছিল না। সম্প্রতি ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটির বিরুদ্ধে আর্থিক এবং হয়রানির মামলা করেন এমবাপ্পে। পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে হয়রানি মামলা প্রত্যাহার করেছেন এই ফরওয়ার্ড।

বিজ্ঞাপন

গত মে মাসে পিএসজির বিরুদ্ধে নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির প্রচেষ্টার অভিযোগ আনেন এমবাপ্পে। সে অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চুক্তি সংক্রান্ত টানাপোড়েনের সময় তারকা ফুটবলারকে দলের সঙ্গে না রেখে একা অনুশীলন করানো হয়। তাতে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তিনি।

যদিও ফ্রান্সের শ্রম আদালতে আর্থিক মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পিএসজির কাছে ৫ কোটি ৫৫ লাখ ইউরো পাওনার দাবি করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৪৪ কোটি টাকা। অর্থ্যাৎ ফৌজদারি মামলা তুলে নিলেও এখনই সাবেক ক্লাবের সঙ্গে আইনি লড়াই শেষ হচ্ছে না এমবাপ্পের। যদিও সময়ের অন্যতম সেরা এই ফুটবলার জানিয়েছেন, পিএসজির সঙ্গে আইনি লড়াই চললেও সমর্থকদের প্রতি তার ভালোবাসা ঠিক আগের মতোই আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত