এফএ কাপের শেষ চারে প্রতিপক্ষ হিসেবে নটিংহাম ফরেস্টকে পেয়েছিল ম্যানসিটি। খুব স্বাভাবিকভাবেই ম্যাচে ফেভারিট ছিল সিটিজেনরা। মাঠের খেলায় সেটার প্রভাব দেখিয়েছে তারা। নটিংহামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালের টিকিট কাটল ম্যানসিটি। ব্যর্থতাভরা মৌসুমে কেবলমাত্র এই একটা প্রতিযোগিতাতেই শিরোপার দৌঁড়ে টিকে থাকল ম্যানচেস্টারের প্রতিনিধিরা। আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সব সম্ভাবনা শেষ করেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়েছে ম্যানসিটি।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে ম্যানসিটি। দ্বিতীয় মিনিটে লুইসের গোলে এগিয়ে যায় জায়ান্টরা। ৫১ মিনিটে দ্বিতীয় গোল করেন গোভালডিওল। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে নটিংহাম। যদিও সফল হতে পারেনি তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

