জভেরেভের বিদায়, শিয়াটেক-ওসাকার জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৯: ৩৯

ইউএস ওপেনের চলমান আসরে অঘটন ঘটিয়ে দিয়েছেন কানাডার ২৫তম বাছাই ফেলিক্স অগের-আলিয়াসিমে। তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যালেক্সান্ডার জভেরেভকে ৩ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৪-৬, ৭(৯)-৬(৭), ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন কানাডিয়ান তারকা। মেয়েদের এককে জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই পোল্যান্ডের ইগা শিয়াটেক ও জাপানের নাওমি ওসাকা।

রাশিয়ার আন্না কালিন্সকায়াকে ৭(৭)-৬(২), ৬-৪ গেমে হারিয়েছেন এই আসরের ২০২২ সালের চ্যাম্পিয়ন শিয়াটেক। কালিন্সকায়া প্রথম সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়ান শিয়াটেক। কালিন্সকায়া চারটি সেট পয়েন্টের দুটিতে ডাবল ফল্ট করলে জয়ের পথ সুগম হয় শিয়াটেকের। দ্বিতীয় সেটেও কালিনস্কায়ার ডাবল ফল্টের সুযোগ নিয়ে ব্রেক পয়েন্ট আদায় করে শিয়াটেক জিতে যান ৬-৪ গেমে। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ রাশিয়ার একাতেরিনা আলেক্সসান্দ্রোভা।

বিজ্ঞাপন

নারী এককে আরো জয় পেয়েছেন জাপানের নাওমি ওসাকা। ১৫তম বাছাই কাসাতকিনাকে ৬-০, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ওসাকা। তার প্রতিপক্ষ কোকো গাউফ।

বিষয়:

টেনিস

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত