নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২৩: ০০

অনাগত সন্তানের অপেক্ষায় আছেন মেহেদি হাসান মিরাজ ও তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি চেয়েছেন মিরাজ। ১৫ দিনের জন্য ছুটিতে যাওয়ায় আপাতত মিরাজকে পাওয়া যাবে না নেদারল্যান্ডস সিরিজে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

গতকাল সন্ধ্যায় অনুশীলন ক্যাম্প ও নেদারল্যান্ডস সিরিজ খেলতে সিলেটে যায় বাংলাদেশ দল। ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শেষে ছুটি নেওয়ায় আপাতত সিলেটে দলের সঙ্গে ক্যাম্পে থাকবেন না মিরাজ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিলেও এশিয়া কাপের জন্য বিবেচিত হচ্ছেন তিনি। নির্বাচকরা তাকে স্কোয়াডে রাখলে এশিয়া কাপে খেলবেন।

বিজ্ঞাপন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত