আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাটকীয় শেষের অপেক্ষায় লর্ডস টেস্ট

স্পোর্টস ডেস্ক

নাটকীয় শেষের অপেক্ষায় লর্ডস টেস্ট

প্রথম ইনিংসে লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে। দুদলের ব্যাটিং হয়েছে দারুণ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। বিপরীতে দাপট দেখিয়েছে ভারতের বোলাররা।

বিজ্ঞাপন

দলীয় ২২ রানে ওপেনার বেন ডাকেটের উইকেট হারানোর পর ইংলিশদের ব্যাটিং লাইন-আপে লেগে যায় মড়ক। শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। দেখতে দেখতে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলের সংগ্রহ ছিল তখন ৮৭।

এমন বিপর্যয়ের সময়ে দলের ব্যাটিং হাল ধরেছিলেন জো রুট (৪০)-বেন স্টোকস (৩৩)। তবে ব্যাট হাতে লড়াই করে দুজনে ইংল্যান্ডকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ভারতের হয়ে চার উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতও স্বস্তিতে নেই খুব একটা। চতুর্থ দিন শেষে ৫৮ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলেছে অতিথিরা। শুবমান গিলরা এখনো ১৩৫ রানে পিছিয়ে। পঞ্চম দিনের নাটকীয়তা শেষে কে জেতে সেটাই এখন দেখার।

তার আগে প্রথম ইনিংসে অবশ্য অবাক করা ঘটনাই ঘটিয়েছে দুদল। সমান ৩৮৭ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। টেস্টে দুদলের প্রথম ইনিংস টাই হওয়ার ঘটনা ঘটল ১০ বছর পর।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৮৭/১০ ও দ্বিতীয় ইনিংস : ১৯২/১০, ৬২.১ ওভার (রুট ৪০, স্টোকস ৩৩, ব্রুক ২৩, ক্রলি ২২; ওয়াশিংটন ৪/২২, সিরাজ ২/৩১ ও বুমরাহ ২/৩৮)।

ভারত প্রথম ইনিংস : ৩৮৭/১০ ও দ্বিতীয় ইনিংস: ৫৮/৪, ১৭.৪ ওভার (রাহুল ৩৩ ব্যাটিং, নায়ার ১৪; কার্স ২/১১, স্টোকস ১/১৫ ও আর্চার ১/১৮)। *চতুর্থ দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন