বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ চিটাগংয়ের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২১: ০৪

বিপিএলের সবশেষ আসরের রানার্সআপ চিটাগং কিংসের আগ্রহ ছিল আগামী আসরেও অংশ নেওয়ার। তবে আগের আসরের অর্থ বকেয়া থাকায় তাদের আলোচনায় ডাকেনি বিসিবি। বিষয়টি আদালত অবমাননা বলে দাবি করেছে দলটি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজে একটি বিবৃতিও দিয়েছে।

গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। ওই সভা শেষে বিসিবি পরিচালক শাখাওয়াত হোসেন জানান, আগ্রহী ১১ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি এখন টিকে আছে। আগামী ২ নভেম্বরের মধ্যে বিপিএলের দলগুলো ফাইনাল করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত