এসি মিলানে মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮: ১১

রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে এসি মিলানে যোগ দেবেন লুকা মদ্রিচ- গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। ইতালিয়ান সিরি’এর শীর্ষ ক্লাবটিতে নাম লেখালেন মদ্রিচ। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এসি মিলানের সঙ্গে মদ্রিচ কয় বছরের চুক্তি করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, সান সিরোর ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ক্রোয়াট তারকার।

ইনস্টাগ্রামে এসি মিলানের পোস্ট করা এক ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, ‘এসি মিলানের অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি এখানে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এখন এসব বলার সময় নয়। কথা বলার জন্য সামনে অনেক সময় আসবে।’

এর আগে টটেনহাম হটস্পার ছেড়ে ২০১২ সালের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে নাম লিখান মদ্রিচ। ২০২৪-২৫ মৌসুমে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় এই মিডফিল্ডারের। এরপর আর চুক্তি নবায়ন করেননি। কিছুদিন আগেই দিয়েছিলেন রিয়াল ছাড়ার ঘোষণা।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত