লা লিগার দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখন সরলথের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ২১: ৪০

ম্যাচের আয়ূ তখন মাত্র ১১ মিনিট। এই সময়ে অনেকে হয়তো স্টেডিয়ামেই ঢুকতে পারেননি। ঢুকলেও হয়তো নিজের আসন খুঁজে পাননি অনেকেই। তবে এই সময়ের মধ্যে আলেক্সান্ডার সরলথ ঠিকই প্রায় শতবর্ষী রেকর্ড ভেঙে দিয়েছেন। বনে গেছেন স্প্যানিশ লা লিগার দ্রুততম হ্যাটট্রিক করা ফুটবলার।

লা লিগায় শনিবার (১০ মে) দিবাগত রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে চারটি গোলই করেন সরলথ। এর প্রথম তিনটি অর্থ্যাৎ হ্যাটট্রিক করতে মাত্র ১১ মিনিট সময় নেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

বিজ্ঞাপন

এতোদিন রেকর্ডটি ছিল যৌথভাবে কার্লেস বেসতিত ও এডমুন্ডো সুয়ারেজের দখলে। ১৯২৯ সালে ১৫ মিনিটে হ্যাটট্রিক করেন বেসতিত। ১৯৪১ সালে একই সময়ের মধ্যে তিনবার জালে বল জড়িয়ে তার পাশে বসেন সুয়ারেজ। এবার তাদের দুজনকেই পেছনে ফেললেন সরলথ। লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক করার দিনে ৩০ মিনিটে চতুর্থ গোলটি করেন আক্রমণভাগের এই ফুটবলার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত