সালাউদ্দিনের চোখে লিটন ‘কৌশলী’ অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৬: ০০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্ব করে বেশ নজর কাড়েন লিটন দাস। এরপর থেকেই টি-টোয়েন্টি হিসেবে তাকে বিবেচনায় রাখে বিসিবি। শেষ পর্যন্ত তার কাঁধেই উঠেছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। ওয়েস্ট ইন্ডিজে দলকে দারুণ নেতৃত্ব দেওয়া লিটনকে সেবার কাছ থেকে দেখেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই অভিজ্ঞতায় গতকাল সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, লিটন কৌশলী অধিনায়ক। ফল পেতে হলে তার ওপর ভরসা রাখার পাশাপাশি সমর্থন দিতেও বলেছেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় দলে নানা সময়ে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল লিটনের। এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের আগে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার পেয়েছেন। অধিনায়ক হিসেবে লিটন ‘সফল’ হবেন- সেটা স্পষ্ট সালাউদ্দিনের কথায়। পাশাপাশি লিটনকে অ্যাখ্যা দিয়েছেন ‘কৌশলী’ অধিনায়ক হিসেবে।

এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গায় সে খুব ভালো টেকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো বিশ্লেষণ তার। কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটা এগিয়ে নিতে হবে- সে সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন- সবকিছুই তার ভালো।’

তার অধিনায়কত্ব নিয়ে যেমন প্রশংসা করা হচ্ছে, ঠিক তেমনি তার পারফরম্যান্স নিয়ে হচ্ছে সমালোচনাও। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে মাত্র একবার ফিফটির দেখা পেয়েছিলেন লিটন। এ ছাড়া শেষ ৩ ইনিংসে মাত্র একবার তার রান পেরোয় দুই অঙ্কের ঘর। ব্যাটে রান না থাকাকেই লিটনের বড় দুর্বলতা হিসেবে দেখছেন সালাউদ্দিন। তার কথায়, ‘দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছুদিন ধরে সে রান করেনি। এটায় হয়তো আপাতত তার দুর্বলতা আছে।’

পারফরম্যান্স যেমনই হোক, অধিনায়ক লিটনকে সমর্থন দিতে বলছেন সালাউদ্দিন। তার কথায়, ‘বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা বাইরে থেকে মনে হতে পারে অনেক সহজ; কিন্তু এটা অনেক কঠিন কাজ। এর জন্য আমাদের সবাইকেই সমর্থন করতে হবে।’ কেন অধিনায়কত্ব করাটা কঠিন, সেই ব্যাখ্যাটাও ছিল তার কণ্ঠে। এ নিয়ে তার ভাষ্য, ‘আমরা সবাই মিলে পারফর্ম করি না। এটা অনেক বড় বিষয়। আমাদের যদি অনেক পারফর্মার থাকত, তাহলে কিন্তু অধিনায়কত্ব করাটা সহজ হয়ে যেত। আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। এটা বড় ধরনের চ্যালেঞ্জ।’

অধিনায়কত্ব করার এই চ্যালেঞ্জের মাঝে লিটনকে সমর্থন দিলে ভালো করবে বলেও বিশ্বাস সালাউদ্দিনের। তিনি বলেন, ‘আমরা যারা পাশে আছি, তাকে সমর্থন দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে। তাহলে সে ভালো করবে।’

কাছ থেকে লিটনকে দেখার অভিজ্ঞতা থেকে তার অধিনায়কত্ব সম্পর্কেও আভাস দিয়ে রেখেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘লিটনকে আমরা সব সময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে দেখে অন্যরকম মনে করি। যারা কাছ থেকে মেশে, তাদের সেই ভুল ধারণা থাকে না। একসময় সাকিবকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল। বাইরে থেকে মনে হতে পারে যে, তারা হয়তো অনেক কিছুই ঠিকমতো করে না। তবে একজন সতীর্থ ও অধিনায়ক হিসেবে যা কিছু করার, তার চেয়ে বেশিই সে করে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত