বিপিএল

প্লে অফের শেষ দল খুলনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৫
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। এই জয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো মেহেদি হাসান মিরাজের দল। এর আগে শেষ চারে জায়গা করে নেয় নেয় রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার জয়ের রাস্তাটা সহজ করে দেয় ঢাকা। আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১২৩ রানের পুঁজি পায় তারা। ঢাকার হয়ে এক তানজিদ হাসান তামিম ছাড়া আর কোনো ব্যাটার খুলনার বোলারদের শাসন করতে পারেননি। ঝড়ো ব্যাটিং করতে থাকা তানজিদ আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন সাব্বির রহমান। খুলনার হয়ে হাসান মাহমুদ ও উইল বোসিস্তো দুটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয় পায় খুলনা। ৫৫ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরু দায়িত্ব পালন করেন মিরাজ। অ্যালেক্স রোজের ব্যাট থেকে আসে ২২ রান। খুলনার পতন হওয়া ৪ উইকেটের মধ্যে তিনটাই নেন মোস্তাফিজুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১২৩/৯ (২০ ওভার); তানজিদ তামিম ৫৮, সাব্বির রহমান ২০; হাসান মাহমুদ ২/৫

খুলনা টাইগার্স: ১২৮/৪ (১৬.৫ ওভার); মেহেদি হাসান মিরাজ ৭৪, অ্যালেক্স রোজ ২২; মোস্তাফিজুর রহমান ৩/১৬

ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত