বন্ধুত্বের ৫০ বছর

বিকেএসপির সঙ্গে চীনের সমঝোতা চুক্তি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৬: ০৮

বাংলাদেশ এবং চীনের মধ্যকার বন্ধুত্বের ৫০ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে দুই দেশের মধ্যকার ক্রীড়া সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। গত ১২ ডিসেম্বর চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। যেটাকে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত ২৪ মে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’ এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটিতে ক্রিকেট প্রতিষ্ঠার লক্ষ্যে বিকেএসপি থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মুনীরুল ইসলাম।

বিজ্ঞাপন
BKSP CHINA 2

একইভাবে মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিকেএসপিতে তাই চি খেলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেয়। ২৪ এপ্রিল ২১ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ-চীন তাই চি সেন্টারের এর উদ্বোধন করা হয়।

ক্রীড়া ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিকল্পনায় চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে বিএকেএসপি। সে লক্ষ্যে ২৬ মে বিকেএসপি ও চীনের উহান স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়। এছাড়া গত ১৩ ডিসেম্বর চীনের বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের (বিএসইউ) সঙ্গেও একটি সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করেছে বিকেএসপি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত