চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চের এক রাতই দেখলো দর্শকরা। গোল আর গোল। ব্যতিক্রম হয়নি রিয়াল মাদ্রিদের ম্যাচেও। সাত গোলের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে শেষপর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল। তাদের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে চারটি গোল করেছেন ফরাসি তারকা।
মাঠে নামার আগে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের গোল ছিল পাঁচটি। টপ স্কোরারের তালিকায় ছিলেন চতুর্থ স্থানে। আজ চার গোল করে শীর্ষে উঠে এলেন তিনি। সব প্রতিযোগীতা মিলিয়ে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।
ম্যাচের আট মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। গোলদাতা চিকুইনহো। সেই গোল শোধ করেন এমবাপ্পে। মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এবার গোল হেডে। তাতেই ২-১ গোলের লিড পায় রিয়াল। এরপর আরেক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর ৫২ মিনিটে গোল করেন প্রতিপক্ষের মেহদি তারমি। ৬০ মিনিটে নিজের চার গোল পূরণ করেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে অসাধারণ পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। বাকি কাজ ফরাসি তারকার। আর শেষ পর্যন্ত কাবির গোল কেবল ম্যাচের নাটকীয়তা বাড়িয়ে দেয়। স্নায়ুচাপ সামলে জয়টাই ধরে রাখে রিয়াল।
এই জয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ। শীর্ষে আর্সেনাল, দুইয়ে পিএসজি।
এমবাপ্পের একহালিতে রিয়ালের রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চের এক রাতই দেখলো দর্শকরা। গোল আর গোল। ব্যতিক্রম হয়নি রিয়াল মাদ্রিদের ম্যাচেও। সাত গোলের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে শেষপর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল। তাদের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে চারটি গোল করেছেন ফরাসি তারকা।
মাঠে নামার আগে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের গোল ছিল পাঁচটি। টপ স্কোরারের তালিকায় ছিলেন চতুর্থ স্থানে। আজ চার গোল করে শীর্ষে উঠে এলেন তিনি। সব প্রতিযোগীতা মিলিয়ে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।
ম্যাচের আট মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। গোলদাতা চিকুইনহো। সেই গোল শোধ করেন এমবাপ্পে। মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এবার গোল হেডে। তাতেই ২-১ গোলের লিড পায় রিয়াল। এরপর আরেক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর ৫২ মিনিটে গোল করেন প্রতিপক্ষের মেহদি তারমি। ৬০ মিনিটে নিজের চার গোল পূরণ করেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে অসাধারণ পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। বাকি কাজ ফরাসি তারকার। আর শেষ পর্যন্ত কাবির গোল কেবল ম্যাচের নাটকীয়তা বাড়িয়ে দেয়। স্নায়ুচাপ সামলে জয়টাই ধরে রাখে রিয়াল।
এই জয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ। শীর্ষে আর্সেনাল, দুইয়ে পিএসজি।
