স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ আকিব জাভেদ জানান, টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে করতে চান। একই সুরে কথা বলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ডেড রাবার ম্যাচ বলে পাকিস্তানকে হালকা করে নিতে চান না। বরং সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার প্রত্যয় তার।
সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘এই ম্যাচ আমাদের ক্রিকেটারদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ পাকিস্তান ম্যাচের বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটারদের অফফর্ম।
বৃষ্টির কারণে গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেনি বাংলাদেশ দল। টিম হোটেলে বিশ্রামে ছিল পুরো দল। রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় আত্মবিশ্বাস কাজে লাগবে কি না, সে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘আমি আসলে ইতিহাসে বিশ্বাস করি না। কারণ আমরা শেষ ম্যাচগুলো ভালো খেলিনি। আগে কী করেছি এটা আমার জন্য চিন্তার বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের (আজ) ম্যাচ আমাদের ভালো খেলতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং ইউনিট যে বাড়তি চিন্তা যোগ করছে, সেটা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘ব্যাটিংয়ে ভালো করছি না এটাও আমাদের জন্য চিন্তার কারণ। প্রথম ম্যাচে টপঅর্ডার ভালো করেনি, পরের ম্যাচে মিডলঅর্ডার ভালো করেনি। যত দ্রুত সম্ভব এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ব্যাটারদের কাল (আজ) ভালো করতে হবে। এটাই আমাদের চিন্তার কারণ। আমাদের বোলাররা শেষ দুই ম্যাচে বেশ ভালো করেছে। আশাবাদী কাল (আজ) আমরা ভালো করব।’
এই ম্যাচের আগে ফের নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠেছে। যে রাওয়ালপিন্ডিতে নাহিদ নিজের জাত চিনিয়েছেন, সেখানে তাকে নিয়ে ওঠা প্রশ্নে সালাউদ্দিন প্রশংসায় ভাসান পুরো পেস বোলিং ইউনিটকে। তার কথায়, ‘আশা করি তাসকিন, রানা ও মোস্তাফিজ একদিন বিশ্ব শাসন করবে।’
এদিকে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রস্তুতির ঘাটতির কথা অস্বীকার করে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন। ওই কথা উঠলে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেনই যদি স্বপ্ন না দেখে তাহলে কিভাবে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কী করতে এসেছি, আমি কী বলব শুধু অংশগ্রহণ করতে এসেছি?’
বাংলাদেশের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ আকিব জাভেদ জানান, টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে করতে চান। একই সুরে কথা বলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ডেড রাবার ম্যাচ বলে পাকিস্তানকে হালকা করে নিতে চান না। বরং সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার প্রত্যয় তার।
সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘এই ম্যাচ আমাদের ক্রিকেটারদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ পাকিস্তান ম্যাচের বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটারদের অফফর্ম।
বৃষ্টির কারণে গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেনি বাংলাদেশ দল। টিম হোটেলে বিশ্রামে ছিল পুরো দল। রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় আত্মবিশ্বাস কাজে লাগবে কি না, সে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘আমি আসলে ইতিহাসে বিশ্বাস করি না। কারণ আমরা শেষ ম্যাচগুলো ভালো খেলিনি। আগে কী করেছি এটা আমার জন্য চিন্তার বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের (আজ) ম্যাচ আমাদের ভালো খেলতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং ইউনিট যে বাড়তি চিন্তা যোগ করছে, সেটা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘ব্যাটিংয়ে ভালো করছি না এটাও আমাদের জন্য চিন্তার কারণ। প্রথম ম্যাচে টপঅর্ডার ভালো করেনি, পরের ম্যাচে মিডলঅর্ডার ভালো করেনি। যত দ্রুত সম্ভব এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ব্যাটারদের কাল (আজ) ভালো করতে হবে। এটাই আমাদের চিন্তার কারণ। আমাদের বোলাররা শেষ দুই ম্যাচে বেশ ভালো করেছে। আশাবাদী কাল (আজ) আমরা ভালো করব।’
এই ম্যাচের আগে ফের নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠেছে। যে রাওয়ালপিন্ডিতে নাহিদ নিজের জাত চিনিয়েছেন, সেখানে তাকে নিয়ে ওঠা প্রশ্নে সালাউদ্দিন প্রশংসায় ভাসান পুরো পেস বোলিং ইউনিটকে। তার কথায়, ‘আশা করি তাসকিন, রানা ও মোস্তাফিজ একদিন বিশ্ব শাসন করবে।’
এদিকে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রস্তুতির ঘাটতির কথা অস্বীকার করে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন। ওই কথা উঠলে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেনই যদি স্বপ্ন না দেখে তাহলে কিভাবে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কী করতে এসেছি, আমি কী বলব শুধু অংশগ্রহণ করতে এসেছি?’
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৬ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪১ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১০ ঘণ্টা আগে