আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনডিসিসি জাতীয় দাবা উৎসব

এককে চ্যাম্পিয়ন আজমাইন পারভেজ

স্পোর্টস রিপোর্টার

এককে চ্যাম্পিয়ন আজমাইন পারভেজ

নবম এনডিসিসি জাতীয় দাবা উৎসবের এককে চ্যাম্পিয়ন হয়েছেন আজমাইন পারভেজ শায়র। সেরা হওয়ার পথে তিনি হারিয়েছেন মেহেদী হাসান রাতুলকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছিল রায়হান রশিদ মুগ্ধ। বাংলাদেশের ৯ বছরের এ দাবাড়ু হয়েছে তৃতীয়। গতকাল নটরডেম কলেজ প্রাঙ্গণে হয়েছে কুইজ, পাজল আর ক্রসওয়ার্ডস ইভেন্টের খেলাও।

বিজ্ঞাপন

এ দাবা উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মোট ১২টি ইভেন্টের খেলা হবে। ইভেন্টগুলো হলো- সোলো চেস, স্ক্র্যাপবুক, টিম চেস, স্পিড কাবিং, চেস নাইন সিক্স জিরো, আইকিউ অলিম্পিয়াড, রেটেড চেস, সুডোকু, পিস হান্টার, ক্রস ওয়ার্ডস, পাজল রেলি, চেস পাজল ও ওয়াল ম্যাগাজিন।

এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ব্যক্তিগত ও দলীয় দাবা প্রতিযোগিতা, যা দেশব্যাপী দাবাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। নটরডেম চেস ক্লাবের আয়োজিত এই জাতীয় দাবা উৎসবের মিডিয়া পার্টনার আমার দেশ।

এ ছাড়া টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। টিকিটিং স্পন্সরশিপ পেয়েছে ইভেন্ট স্পার্ক। হাইড্রেসন পার্টনার হিসেবে থাকছে জীবন মিনারেল ওয়াটার। কিউব পার্টনার হয়েছে পাজল বাজার। আমার দেশ ছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দাবাপাঠ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন