আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটের সাদাপাথর পর্যটন স্পট শুক্রবার থেকে খোলা

সিলেট ব্যুরো
সিলেটের সাদাপাথর পর্যটন স্পট শুক্রবার থেকে খোলা

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাময়িক বন্ধ ঘোষিত সিলেটের আকর্ষণীয় পর্যটন স্পট সাদাপাথর খুলে দেওয়া হচ্ছে।

সিলেটের উত্তর সীমান্তবর্তী নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দ্যর্যের সাদাপাথর শুক্রবার থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সাদাপাথর তলিয়ে যাওয়ায় গত ৩০ মে পর্যটন কেন্দ্র প্রশাসন বন্ধ ঘোষণা করে এবং পর্যটকদের ভ্রমণ না করার নির্দেশনা জারি করা হয়।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটন স্পটটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আগামী ০৬/০৬/২০২৫ তারিখ হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেয়া হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন