
হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তলব দুদকের
অনুসন্ধানের অংশ হিসেবে ওই গ্রুপের সোয়েটার ফ্যাক্টরি, ডেনিম মিল, পলি ব্যাগ ইন্ডাস্ট্রি, পাটকল, রাসায়নিক ফ্যাক্টরি, পরিবহন, চা-বাগানসহ ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) তলব করা হয়েছে।


