আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের মহিলা সমাবেশ নিয়ে যা বললেন জাকসু এজিএস

আমার দেশ অনলাইন

জামায়াতের মহিলা সমাবেশ নিয়ে যা বললেন জাকসু এজিএস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এটিকে জামায়াতে ইসলামীর একটি যুগান্তকারী মুভমেন্ট বলে মন্তব্য করেছেন জাকসু এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা। একইসঙ্গে জামায়াতের মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে মেঘলা লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের যখন মহাসমাবেশ হলো তখন বলেছিলাম নারীদেরও এমন সমাবেশ হওয়া উচিত। এটি বলায় অনেক নারীই আমাকে বুঝিয়েছিল এটা সম্ভব না। তারা বলেছিলেন, ‘জেলা পর্যায় থেকে নাকি মহিলা আসতে পারবে না। আবার অনেকের সাথে মাহরাম, সন্তান থাকবে। কীভাবে সম্ভব?’

তিনি লেখেন, জামায়াতে ইসলামের মহিলা বিভাগের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল। তখন ভাবতাম তারা করতে পারলে এখানে কেনো সম্ভব না? তারা নারী ইনারাও তো নারী! ৩১ জানুয়ারি নাকি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ আছে। মহিলা জামায়াতের নিজেদের উপস্থাপন করার এটাই সেরা সুযোগ।

এই সমাবেশকে যুগান্তকারী মুভ উল্লেখ করে জাকসু এজিএস লেখেন, মহিলা সমাবেশ জামায়াতে ইসলামের একটা যুগান্তকারী মুভ। জামায়াতে ইসলাম নির্বাচনের আগে পলিসি সামিট করে একটা চমক দিয়েছিলো। এটাও চমক দিবে হয়তো। মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রইলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...