
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে আহ্বান জানালেন আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, মানুষ হত্যার রাজনীতি করে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন—তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।
আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, মানুষ হত্যার রাজনীতি করে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন—তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন।

মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। গত কাল সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সাধারন ডায়েরিটি করেন তাঁর শ্যালক আবু বক্কর।

এদিকে কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। তারা আমির হামজার গ্রেপ্তার দাবি করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।