
ইসরাইল থাকায় ট্রফি ফেরত দেওয়ার ঘোষণা ইউরোভিশন চ্যাম্পিয়নের
ইউরোভিশনের ২০২৪ সালের ট্রফি বিজয়ী সুইস গায়ক নিমো মেটলার, ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (ইবিইউ)-এর কাছে তার পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। তিনি বলেছেন, ইউরোভিশনে ইসরাইলের যোগদান তার ঘোষিত মূল্যবোধের পরিপন্থি।
