ইউরোভিশনের ২০২৪ সালের ট্রফি বিজয়ী সুইস গায়ক নিমো মেটলার, ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (ইবিইউ)-এর কাছে তার পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোভিশনে ইসরাইলের যোগদান তার মূল্যবোধের পরিপন্থি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে গায়ক নিমো বলেছেন, ‘গত বছর ইউরোভিশন জিতায় আমাকে ট্রফি দেওয়া হয়েছিল। যদিও এই প্রতিযোগিতার অভিজ্ঞতা আমাকে একজন ব্যক্তি ও শিল্পী হিসেবে যা শিখিয়েছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, তবে আজ আমার মনে হয়েছে এই ট্রফিটি আর আমার শেলফে থাকা ঠিক না।’
নিমো ইউরোভিশনের সাম্প্রতিক নীতি এবং ইবিইউ-এর কর্মকাণ্ডের এর সমালোচনা করেছেন।
নিমো বলেছেন, ইউরোভিশন বলে যে তারা ঐক্য, অন্তর্ভুক্তি এবং সকলের জন্য মর্যাদার পক্ষে কাজ করে। তাদের এই মূল্যবোধ প্রতিযোগিতাকে আমার কাছে অর্থবহ করে তুলেছে। তবে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন যেটিকে গণহত্যা বলে সিদ্ধান্তে দিয়েছে, সেই সময়ে ইসরাইলের ইউরোভিশনে অংশগ্রহণ তাদের সেই আদর্শ এবং ইবিইউ-এর সিদ্ধান্তের মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব দেখায়।
এই কারণেই ট্রফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নিমো। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আমি জেনেভায় ইবিইউ সদর দপ্তরে আমার ট্রফি ফেরত পাঠাচ্ছি। কৃতজ্ঞতা এবং একটি স্পষ্ট বার্তা সহকারে : আপনি যা দাবি করেন, তাই নিয়ে বেঁচে থাকুন।’
ইউরোভিশন বিজয়ী এই বলে শেষ করেছেন যে, ‘আমরা মঞ্চে যে মূল্যবোধগুলো ধারণ করি তা যদি মঞ্চের বাইরে না থাকে, তাহলে সবচেয়ে সুন্দর গানগুলোও তাদের অর্থ হারিয়ে ফেলবে। তাই ততক্ষণ পর্যন্ত, এই ট্রফিটি তোমার। যতক্ষণ পর্যন্ত না কথা এবং কাজ এক হবে।


এবার ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন আইসল্যান্ডের
ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন ইউরোপের ৪ দেশের