
করোনা নাকি বার্ড ফ্লু বেশি ঝুঁকি, যা বলছে গবেষণা
২০০৩ থেকে ২০২৫ সালের মধ্যে বার্ড ফ্লুতে প্রায় ১,০০০ মানব সংক্রমণ শনাক্ত হয়েছে, প্রধানত মিশর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে, যার মৃত্যু হার ছিল ৪৮ শতাংশ। সাম্প্রতিকভাবে যুক্তরাষ্ট্রে গরু ও হাঁস-মুরগির মধ্যে ছড়ানো H5N1 এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রথম মানব H5N5 সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে।



