চট্টগ্রামে করোনায় আরো দুইজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১৮: ০৯

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, পটিয়া উপজেলার মো. ইরশাদ (১৪) এবং কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫)। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ইরশাদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসের সংক্রমণসহ যক্ষ্মায় ভুগছিলেন। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষায় এসব শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন এবং শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জন করে আক্রান্ত হন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি উপজেলায়।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত