
কুতুবদিয়া ডাকঘরে ৬ সেবা বন্ধ ৫ বছর ধরে
কক্সবাজারের কুতুবদিয়া প্রধান ডাকঘরে গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ হয়ে আছে প্রায় ৫ বছর যাবত। অনলাইন জটিলতায় এসব সেবা থেকে বঞ্চিত দ্বীপের দেড় লক্ষ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব। নেই কোনো প্রতিকার। আছে নামমাত্র জনবল। তা দিয়েই খুঁড়িয়ে চলছে উপজেলার ডাকবিভাগের সেবা।





