
চার শিল্পীর এক অ্যালবাম
প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গানের নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে মোট চারটি নতুন গান। গেয়েছেন এই সময়ের চার জনপ্রিয় শিল্পী সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।


