প্রায় কয়েক বছর ধরেই নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, কাহিনীকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বাসার ‘উইন্টার গার্ডেন’ পার্টি।
২০২৫ সালে দীর্ঘ একটা সময় দিঠি তার দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফিরেছেন গত ১২ ডিসেম্বর। ফিরে এসেই তিনি যথারীতি গান ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে উঠেন। ‘উইন্টার গার্ডেন’ পার্টির জন্য ডিসেম্বরে সময় বের করা তার জন্য কঠিন হয়ে পড়ে। তাই নতুন বছরের শুরুতে অর্থাৎ গত রবিবার রাতে দিঠির গুলশানের বাসভবেন এবারের ‘উইন্টান গার্ডেন’ পার্টি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের, চলচ্চিত্রাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। যাদের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলেন চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট, রবি চৌধুরী, রিজিয়া পারভীন, আলম আরা মিনু, যুক্তরাষ্ট্রের ‘আনন্দমেলা’র প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী, আঁখি আলমগীর, হোমায়রা বশির, অনুপমা মুক্তি, স্বীকৃতি, সোহেল মেহেদী, কবির বকুল, দিলশাদ নাহার কণা, কোনাল, বিপ্লব সাহা, সাব্বির জামান, পুলক, ইউসুফ, রাইসা, স্বপ্নীল সজীব, অপু আমান’সহ এই প্রজন্মের আরো অনেক সঙ্গীতশিল্পী।
অনুষ্ঠানে আগত শিল্পীরা গানে গানে সবার মাঝে মুগ্ধতা ছড়ান। শিল্পীরা আগ্রহ নিয়েই এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করে থাকেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুরোটা সময় দিঠির আন্তরিকতা, হাস্যোজ্জ্বল উপস্থিতি প্রত্যেক অতিথিকে মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখে। সবার একটাই কথা, এমন আয়োজন দিঠির পক্ষেই সম্ভব।
দিঠি বলেন, ‘প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব’সহ আমাদের সংস্কৃতি অঙ্গনের যারা এসেছিলেন প্রত্যেকের প্রতিই আমি ভীষণ কৃতজ্ঞ। সবার উপস্থিতিতেই এই আয়োজনে আলোকিত হয়ে উঠে, পুরো গার্ডেন জুড়েই এক মুগ্ধতার পরিবেশ সৃষ্টি হয়। আর গানে গানে সুরে সুরে মূর্ছনা ছড়ান শিল্পীরা। আমি সত্যিই সবার ভালোবাসায় মুগ্ধ। এই আয়োজন আমৃত্যু চলতে থাকবে ইনশাল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

