
যৌতুক না দেওয়ায়
বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে নববধূ খুন
বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে জান্নাতুল ফেরদৌস (২০) নামে এক নববধূ খুন হয়েছে। যৌতুক নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে ওই নববধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ নববধূর স্বজনদের।





