
কুতুবদিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা
কক্সবাজারের কুতুবদিয়ায় বটি দিয়ে কুপিয়ে বোনকে হত্যা করেছে চাচাতো ভাই। নিহত নারীর নাম তাপসী রানী দাস (৪২)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলী আকবর ডেইল কুমিড়াছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। চাচাতো ভাই কালী চরণকে আটক করা হয়েছে।







