
মতলবের সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ইংরেজি রচনা প্রতিযোগিতার ( ২০২৪ সালের) 'ক' গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের ছাত্রী সানিয়া সাঈদ। এ ছাড়া সে একই ইভেন্টে 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে (২০২৬ সালের) রানারআপ (২য়) হয়ে



