রাগ করেছে খুকুমণি মুখ করেছে ভারী, কে ভেঙেছে দাদুর দেওয়া শখের খেলনা গাড়ি!
জ্বরে ভুগে বিড়ালছানার খাওয়ার রুচি শেষ, দুধ দিলেও সে খায় না মোটে চায় খেতে সন্দেশ।
গাহি বসন্তের গান কোকিলের কুহুতান ভ্রমরের গুঞ্জন আর নদীর কলতান হৃদয় নেচে ওঠে ক্ষণে ক্ষণে মন করে আনচান গাহি বসন্তের গান।