বসন্তের গান

খাদিজা আক্তার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৩: ৪৩

গাহি বসন্তের গান

কোকিলের কুহুতান

বিজ্ঞাপন

ভ্রমরের গুঞ্জন আর নদীর কলতান

হৃদয় নেচে ওঠে ক্ষণে ক্ষণে

মন করে আনচান

গাহি বসন্তের গান।

গোধূলি বেলায়

ঢেউয়ের মেলায়

ভাসছে পাখির গান।

পিপুল বনে পাপিয়ার পিও পিও

সুরের কলতান

গাহি বসন্তের গান।

শেষ বিকেলের গোলাপি আলো

সন্ধ্যাতারার মেলা

আকাশজুড়ে চলছে তারার খেলা

এ যেন অবাধ প্রকৃতির দান

সে রূপের রূপে বিমোহিত হয়ে

গাহি বসন্তের গান।

বিষয়:

ছড়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত