খুকুর কান্না

নকুল শর্ম্মা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৪: ০০

রাগ করেছে খুকুমণি

মুখ করেছে ভারী,

বিজ্ঞাপন

কে ভেঙেছে দাদুর দেওয়া

শখের খেলনা গাড়ি!

বিলেত থেকে আনল দাদু

কত যত্ন করে,

সাধ্য কী আর হবে কারও

দেবে আবার গড়ে।

তাই তো খুকু ভাত খাবে না

বলবে না আর কথা,

হাসবে না আর চিরল দাঁতে

মনে অনেক ব্যথা।

কাঁদছে খুকু দাদু বলে

বলছে না আর কিছু,

বসে আছে একা একা

মাথা করে নিচু।

বিষয়:

ছড়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত