জ্বরে ভোগা বিড়ালছানা

খান মোহাম্মদ খালেদ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৩: ৪৭

জ্বরে ভুগে বিড়ালছানার

খাওয়ার রুচি শেষ,

বিজ্ঞাপন

দুধ দিলেও সে খায় না মোটে

চায় খেতে সন্দেশ।

সন্দেশ খেতে গিয়েও শেষে

মুখ ফিরিয়ে নেয়,

রাগ করে সে যখন তাকে

মায় এনে মাছ দেয়।

চাইলো এবার দই খেতে সে

দই এনে দেয় মায়,

খেতে গিয়ে রুচলো না তা-ও

ঠেললো হাঁড়ি পায়।

এমন দেখে মা বিড়ালের

বাড়ে কী যে ক্লেশ,

অনেক ভেবেচিন্তে মা তার

এনে দেয় শেষমেশ

ভাঁড়ার ঘরের ইঁদুরছানা

যে-কটি সে পায়;

বিড়ালছানা সেগুলো ঠিক

মজা করে খায়।

বিষয়:

ছড়া
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত