‘জঙ্গি নাটক’ সাজিয়ে ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ নিরীহ তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যা মামলার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ২৩ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় ‘ডিবি থেকে নিয়ে ৯ তরুণ খুন’ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অপরাধ করে কারও ফাঁসি হলেও স্বজনরা কখনো লাশ নিতে অস্বীকৃতি জানান না। তবে ব্যতিক্রম ছিল আট বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ীতে তথাকথিত ‘জঙ্গিবিরোধী’ অভিযান। সেই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ৯ তরুণ।