
একাকিত্ব দূর করতে চালু হলো ‘উষ্ণ হৃদয়ের স্টোর’
একাকিত্ব স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতনের নাম। চলার পথে যেকোনো বয়সি মানুষ যেকোনো সময়ই আটকে যেতে পারেন একাকিত্ব নামের এক অদৃশ্য শেকলে। আর এর থেকে বের হওয়ার চেষ্টায় কত কিছুই না করে তারা। দক্ষিণ কোরিয়ার সোলেও’তে একাকিত্বে ভোগা মানুষের জন্য ব্যতিক্রমী কিছু করা হয়েছে।



