
অসুস্থতা বাধা হয়নি ফ্রিল্যান্সার রাত্রির
২০১৯ সালে হঠাৎ করে রাত্রির স্কিনগুলো কেমন জানি বার্ন হতে থাকে। তখন পরীক্ষা করে ধরা পড়ল তিনি ডারমাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। এই রোগের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ রোগের কারণে স্কিন, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়


