মুহাম্মদ শফিকুর রহমান
নিজের মধ্যে কিছু করার প্রবল ইচ্ছাশক্তি থাকলে অসুস্থতাও যে কোনো বাধা হতে পারে না, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন সাজরীন আলম রাত্রি। একজন ডারমাটোমায়োসাইটিস (চর্ম ও পেশির প্রদাহজনিত রোগ) রোগী হয়েও তিনি ফ্রিল্যান্সিং করে সফলতা পেয়েছেন। ফ্রিল্যান্সিংয়ে মাসে তার আয় ৭০ হাজার টাকা। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান
২০১৯ সালে হঠাৎ করে রাত্রির স্কিনগুলো কেমন জানি বার্ন হতে থাকে। তখন পরীক্ষা করে ধরা পড়ল তিনি ডারমাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। এই রোগের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ রোগের কারণে স্কিন, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এরপর কয়েকবার বড় ধরনের অপারেশন হলেও জীবনযুদ্ধে রাত্রি যেন এক সাহসী যোদ্ধা। ভেঙে পড়ার বদলে নিজের প্রবল ইচ্ছাশক্তির বলে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। রোগের কারণে তার স্কিন আগুনে ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে একবার। সার্জারি হওয়ার পর প্রাণে বেঁচে ফিরবেন, এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু ‘রাখে আল্লাহ মারে কে’। রাত্রি শুধু ফিরেই আসেননি। তিনি ফ্রিল্যান্সিংয়ে নিজেকে দক্ষ করে তুলেছেন।
এ প্রসঙ্গে রাত্রি বলেন, ‘এত এত বাধার মধ্যেও আমি আমার ডেডিকেশনে একদম অটল ছিলাম। আমি আমার কাজ সর্বোচ্চ দুই থেকে তিন দিনের বেশি বন্ধ রাখিনি । সবসময় মাথায় কাজ করত আমার এই ট্রিটমেন্টের দায়িত্ব নিজেকেই নিতে হবে।’
‘আমি কিছু করতে চাই’ নামে একটি গ্রুপের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কথা জানতে পারে রাত্রি। এই গ্রুপের সদস্য হওয়ার পর তার মনে হলো তিনিও কিছু করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে লিডিং লাইট আইটিতে ভর্তি হন। এটাই তার জীবনটাকে যেন বদলে দিল। আত্মবিশ্বাসী করে তুলল তাকে। অসুস্থতা থাকলেও জীবন তো থেমে থাকার নয়। অসুস্থতাকে যেন তিনি একপ্রকার জয়ই করলেন। ২০২২ সালে শুরু করে মাত্র এক বছরের মাথায় ২০২৩ সালে প্রথম কাজ পান রাত্রি। প্রথম আয় মাত্র ৭০ টাকা, যা করেছিলেন লোকাল ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে। ৭০ থেকে তার মাসিক আয় এখন ৭০ হাজারে পৌঁছেছে। সর্বোচ্চ ১ মাসে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা আয় করেন বলে জানান। ফ্রিল্যান্সিংয়ে তাকে সর্বাত্মক সাপোর্ট দিয়েছে তার পরিবার।
অপারেশন হয়েছে। কোলে ছোট সন্তান। সেও আবার প্রিম্যাচিউর ও অ্যাজমা আক্রান্ত । ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে তিনি ক্লায়েন্টদের অর্ডার ডেলিভারি দিয়েছেন। তার ভাষায়, অসুস্থ হলেও কেউ যদি নিজের ইচ্ছাশক্তি নিয়ে কাজ করে, তবে একদিন না একদিন সফলতা ধরা দেবেই। স্বামী, একমাত্র ছেলেকে নিয়ে রাত্রির পরিবার। থাকেন ঢাকার মানিকনগর এলাকায়।
ফ্রিল্যান্সিংয়ে তো অনেক কাজ। এর মধ্যে রাত্রি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ও ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন। দুই হাজারেরও বেশি অর্ডার সফলভাবে শেষ করেছেন তিনি। শুধু বাংলাদেশই নয়। তার ক্লাইন্টদের মধ্যে আছে আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সুইডেন, কানাডাসহ বিভিন্ন দেশের।
রাত্রি মূলত বিভিন্ন ক্লায়েন্টের সোশ্যাল অ্যাকাউন্টস মেইনটেইন করা, পেজ মেইনটেইন করা, অ্যাডস ক্যাম্পেইন, তাদের বিজনেস প্রমোট করা ইত্যাদি কাজে অধিক সময় ব্যয় করছেন। তিনি একাধারে একজন মা, একজন গৃহিণী, একজন সফল ফ্রিল্যান্সার। সবকিছুই পরিকল্পনা করে সামলে নেন। আর ফ্রিল্যান্সিংয়ে এত অল্প সময়ে ভালো আয়ের মুখ দেখার নেপথ্যের কারণ হিসেবে তিনি বলেন, একজন ফ্রিল্যান্সার হওয়ার পেছনের গল্প হলো অগাধ পরিশ্রম। নিজে তো ফ্রিল্যান্সিং করেনই। আবার লিডিং লাইট আইটির সঙ্গে যুক্ত আছেন রাত্রি। সেখানে কোর্সের ক্লাস নেন। দুজনকে ফ্রিল্যান্সিংয়ের কাজের বিষয়ে গাইডলাইন দিয়েছেন। রাত্রির স্বামীও এখন তার কাছে কাজ শিখছেন। এ ছাড়া ইনবক্সে কেউ সাহায্য চাইলে তিনি না করতে পারেন না। যতটুকু সম্ভব সাহায্য করেন।
অপওয়ার্কেও কাজ করেছিলেন কিছুদিন। সেখানে কোনো এক কারণে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে রাত্রি ঝুঁকে পড়েন আউটঅফ মার্কেট প্লেসের দিকে। আউটঅফ মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে নেন।
নিজের টুকটাক খরচ, চিকিৎসা খরচ তো বটেই। ব্যবসায় তার স্বামী বিরাট বড় অঙ্কের টাকা লোকসানের মুখে পড়েন। তখন রাত্রি ফ্রিল্যান্সিংয়ে তার আয় নিয়ে স্বামীর পাশে দাঁড়ান। তাকে সাহায্য করেন।
এই জগৎ সংসারের অসহায় মেয়েদের প্রতি রাত্রির খুবই মায়া। তিনি আগামী দিনে অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে চান। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান। যেন কোনো মেয়ে নিজেকে অসহায় মনে না করে। নিজে স্বাবলম্বী হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর তাকে দুশ্চিন্তা করতে হবে না।
নিজের মধ্যে কিছু করার প্রবল ইচ্ছাশক্তি থাকলে অসুস্থতাও যে কোনো বাধা হতে পারে না, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন সাজরীন আলম রাত্রি। একজন ডারমাটোমায়োসাইটিস (চর্ম ও পেশির প্রদাহজনিত রোগ) রোগী হয়েও তিনি ফ্রিল্যান্সিং করে সফলতা পেয়েছেন। ফ্রিল্যান্সিংয়ে মাসে তার আয় ৭০ হাজার টাকা। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান
২০১৯ সালে হঠাৎ করে রাত্রির স্কিনগুলো কেমন জানি বার্ন হতে থাকে। তখন পরীক্ষা করে ধরা পড়ল তিনি ডারমাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। এই রোগের আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ রোগের কারণে স্কিন, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এরপর কয়েকবার বড় ধরনের অপারেশন হলেও জীবনযুদ্ধে রাত্রি যেন এক সাহসী যোদ্ধা। ভেঙে পড়ার বদলে নিজের প্রবল ইচ্ছাশক্তির বলে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। রোগের কারণে তার স্কিন আগুনে ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে একবার। সার্জারি হওয়ার পর প্রাণে বেঁচে ফিরবেন, এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু ‘রাখে আল্লাহ মারে কে’। রাত্রি শুধু ফিরেই আসেননি। তিনি ফ্রিল্যান্সিংয়ে নিজেকে দক্ষ করে তুলেছেন।
এ প্রসঙ্গে রাত্রি বলেন, ‘এত এত বাধার মধ্যেও আমি আমার ডেডিকেশনে একদম অটল ছিলাম। আমি আমার কাজ সর্বোচ্চ দুই থেকে তিন দিনের বেশি বন্ধ রাখিনি । সবসময় মাথায় কাজ করত আমার এই ট্রিটমেন্টের দায়িত্ব নিজেকেই নিতে হবে।’
‘আমি কিছু করতে চাই’ নামে একটি গ্রুপের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের কথা জানতে পারে রাত্রি। এই গ্রুপের সদস্য হওয়ার পর তার মনে হলো তিনিও কিছু করতে পারবেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে লিডিং লাইট আইটিতে ভর্তি হন। এটাই তার জীবনটাকে যেন বদলে দিল। আত্মবিশ্বাসী করে তুলল তাকে। অসুস্থতা থাকলেও জীবন তো থেমে থাকার নয়। অসুস্থতাকে যেন তিনি একপ্রকার জয়ই করলেন। ২০২২ সালে শুরু করে মাত্র এক বছরের মাথায় ২০২৩ সালে প্রথম কাজ পান রাত্রি। প্রথম আয় মাত্র ৭০ টাকা, যা করেছিলেন লোকাল ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে। ৭০ থেকে তার মাসিক আয় এখন ৭০ হাজারে পৌঁছেছে। সর্বোচ্চ ১ মাসে তিনি ১ লাখ ৫০ হাজার টাকা আয় করেন বলে জানান। ফ্রিল্যান্সিংয়ে তাকে সর্বাত্মক সাপোর্ট দিয়েছে তার পরিবার।
অপারেশন হয়েছে। কোলে ছোট সন্তান। সেও আবার প্রিম্যাচিউর ও অ্যাজমা আক্রান্ত । ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে তিনি ক্লায়েন্টদের অর্ডার ডেলিভারি দিয়েছেন। তার ভাষায়, অসুস্থ হলেও কেউ যদি নিজের ইচ্ছাশক্তি নিয়ে কাজ করে, তবে একদিন না একদিন সফলতা ধরা দেবেই। স্বামী, একমাত্র ছেলেকে নিয়ে রাত্রির পরিবার। থাকেন ঢাকার মানিকনগর এলাকায়।
ফ্রিল্যান্সিংয়ে তো অনেক কাজ। এর মধ্যে রাত্রি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ও ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন। দুই হাজারেরও বেশি অর্ডার সফলভাবে শেষ করেছেন তিনি। শুধু বাংলাদেশই নয়। তার ক্লাইন্টদের মধ্যে আছে আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সুইডেন, কানাডাসহ বিভিন্ন দেশের।
রাত্রি মূলত বিভিন্ন ক্লায়েন্টের সোশ্যাল অ্যাকাউন্টস মেইনটেইন করা, পেজ মেইনটেইন করা, অ্যাডস ক্যাম্পেইন, তাদের বিজনেস প্রমোট করা ইত্যাদি কাজে অধিক সময় ব্যয় করছেন। তিনি একাধারে একজন মা, একজন গৃহিণী, একজন সফল ফ্রিল্যান্সার। সবকিছুই পরিকল্পনা করে সামলে নেন। আর ফ্রিল্যান্সিংয়ে এত অল্প সময়ে ভালো আয়ের মুখ দেখার নেপথ্যের কারণ হিসেবে তিনি বলেন, একজন ফ্রিল্যান্সার হওয়ার পেছনের গল্প হলো অগাধ পরিশ্রম। নিজে তো ফ্রিল্যান্সিং করেনই। আবার লিডিং লাইট আইটির সঙ্গে যুক্ত আছেন রাত্রি। সেখানে কোর্সের ক্লাস নেন। দুজনকে ফ্রিল্যান্সিংয়ের কাজের বিষয়ে গাইডলাইন দিয়েছেন। রাত্রির স্বামীও এখন তার কাছে কাজ শিখছেন। এ ছাড়া ইনবক্সে কেউ সাহায্য চাইলে তিনি না করতে পারেন না। যতটুকু সম্ভব সাহায্য করেন।
অপওয়ার্কেও কাজ করেছিলেন কিছুদিন। সেখানে কোনো এক কারণে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে রাত্রি ঝুঁকে পড়েন আউটঅফ মার্কেট প্লেসের দিকে। আউটঅফ মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে নেন।
নিজের টুকটাক খরচ, চিকিৎসা খরচ তো বটেই। ব্যবসায় তার স্বামী বিরাট বড় অঙ্কের টাকা লোকসানের মুখে পড়েন। তখন রাত্রি ফ্রিল্যান্সিংয়ে তার আয় নিয়ে স্বামীর পাশে দাঁড়ান। তাকে সাহায্য করেন।
এই জগৎ সংসারের অসহায় মেয়েদের প্রতি রাত্রির খুবই মায়া। তিনি আগামী দিনে অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে চান। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান। যেন কোনো মেয়ে নিজেকে অসহায় মনে না করে। নিজে স্বাবলম্বী হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর তাকে দুশ্চিন্তা করতে হবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে শুধু সরকারের পরিবর্তন হিসেবে দেখি না। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আসবে, রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আসবে
৯ ঘণ্টা আগেনতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯৮ জন বরিশাল বিভাগে। সবচেয়ে কম দুইজন ভর্তি হয়েছেন সিলেটে। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে।
১৩ ঘণ্টা আগেজুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনাপয়সায় ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১৫ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে পেয়েছেন পিএইচডি প্রোগ্রামের অফার। বিদেশে উচ্চশিক্ষা শেষ করে দেশে এসে শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে চান।
১৮ ঘণ্টা আগে