
ল্যাপটপে সবসময় চার্জার লাগিয়ে রাখবেন?
প্রথমেই জানা দরকার, আধুনিক ল্যাপটপগুলো সাধারণত লিথিয়াম-আয়ন (Li-ion) বা লিথিয়াম-পলিমার (Li-Poly) ব্যাটারি ব্যবহার করে। এই ব্যাটারিগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এগুলোতে ‘ওভারচার্জ প্রোটেকশন সার্কিট’ থাকে। অর্থাৎ ব্যাটারি শতভাগ পূর্ণ হলেই চার্জ বন্ধ হয়ে যায়। এবং বিদ্যুৎ সরাসরি ল্যাপটপের সিস্টেমে প্রবাহ




